কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামে আজ বিকাল ৩টায় তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মধ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক গণসংযোগ সভার সভাপতিত্ব করেন দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা সাবেক মেম্বার হাজী আবুল কালাম।
তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য গত ২বছর ধরে ১২দলীয় জোটের সমন্বয়ক কিশোরগঞ্জ-৫ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এহসানুল হুদার নির্দেশে গণসংযোগ ও সভা করা হয়।
এ সভায় বিভিন্ন নারীরা বলেন, নারীদের অধিকার এতদিন বঞ্চিত ছিল। এখন নারী ক্ষমতায়ন সময় এসেছে বলে তারা তাদের বক্তব্যে বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনি বক্স, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী হাকিম বক্স ও জিয়া স্মৃতি সংসদের প্রচার সম্পাদক মহিউদ্দিন প্রমূখ।