সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
চকরিয়ায় জলবায়ু বিষয়ক প্রকল্পের উদ্বোধনী কর্মশালা
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৩২ PM

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫ ইউনিয়নে 'ক্লাইমেট সেফ কমিউনিটিজ স্টেনদেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স টু এন্ড আরলি ম্যারেজ ইন বাংলাদেশ' শীর্ষক  প্রকল্পের উদ্বোধনী কর্মশালা হয়েছে।
  
‎আজ (৪ নভেম্বর)  মঙ্গলবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য  রাখেন এফআইভিডিবি'র এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজি। প্রকল্প পরিচিতি, মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। 
তিনি বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে স্থানীয় পর্যায়ের বিভিন্ন লোকদের সম্পৃক্ত করলে বাল্য বিয়ে রোধ করা সম্ভব হবে। এছাড়া স্কুল কলেজে ছাত্রছাত্রীদের বাল্য বিয়ের কূফল সম্পর্কে অবহিত করতে হবে।

‎উদ্বোধনী কর্মশালায় সমাপনী বক্তব্য দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। 

‎কর্মশালায়, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা  প্রতিষ্টানের প্রধান, এনজিও কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। 

‎প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেইন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড এর সহায়তায় পরিচালিত এই প্রকল্পের বাস্তবায়নকারী পার্টনার হিসেবে রয়েছে এফআইভিডিবি। এই প্রকল্প খাদ্য নিরাপত্তা,  জলবায়ু  অভিযোজন ও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অগ্রসর  করার পাশাপাশি জলবায়ু-সহনশীলতার মূল কাঠামোগত বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কাজ করবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত