কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫ ইউনিয়নে 'ক্লাইমেট সেফ কমিউনিটিজ স্টেনদেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স টু এন্ড আরলি ম্যারেজ ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালা হয়েছে।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি'র এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজি। প্রকল্প পরিচিতি, মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে স্থানীয় পর্যায়ের বিভিন্ন লোকদের সম্পৃক্ত করলে বাল্য বিয়ে রোধ করা সম্ভব হবে। এছাড়া স্কুল কলেজে ছাত্রছাত্রীদের বাল্য বিয়ের কূফল সম্পর্কে অবহিত করতে হবে।
উদ্বোধনী কর্মশালায় সমাপনী বক্তব্য দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
কর্মশালায়, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের প্রধান, এনজিও কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেইন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড এর সহায়তায় পরিচালিত এই প্রকল্পের বাস্তবায়নকারী পার্টনার হিসেবে রয়েছে এফআইভিডিবি। এই প্রকল্প খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অগ্রসর করার পাশাপাশি জলবায়ু-সহনশীলতার মূল কাঠামোগত বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কাজ করবে।