তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গাজীপুর মহানগরের কোনাবাড়িতে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে মহানগরীর কোনাবাড়ি জেলখানা রোডের সামনে থেকে কালিযয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়।
পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।