চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া পক্কি মার্কা এলাকায় দ্রুতগামী পিকআপ চাপায় সোলতান উদ্দীন (৭০) নামে রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সোলতান উত্তর হাশিমপুর ভাইখলিফা পাড়া এলাকার মৃত হাজী ওমর মিয়ার পুত্র ।
মঙ্গলবার রাত ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম মুখী একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপটি সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।