চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) এর অধীনে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ১১ পৌরসভার কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মহাপরিকল্পনার আওতায় পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করা, স্থানীয় ও জাতীয় পরিবর্তনের প্রভাব সমন্বয়ের মাধ্যমে এবং উন্নয়নের জন্যে নির্দেশনা দেওয়া, পৌরসভাকে জলবায়ু ঝুঁকির বিবেচনায় গৃহীত নগর মহাপরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীল তৈরি করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে বহুখাতের বিবিধ পরিকল্পনা প্রণয়ন করা, ভূমি ব্যবহার ও স্থাপন নির্মাণের ক্ষেত্রে জোনিং এবং ইমারত নির্মাণ আইন ও বিধির মাধ্যমে পৌরসভার জন্যে সামঞ্জস্যপূর্ণ ও সুবিন্যস্ত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, পৌরসভাকে অর্থনৈতিকভাবে কার্যকর করতে পূর্ববর্তী মহাপরিকল্পনা সমূহ হালনাগাদ পূর্বক যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়নের উপর কর্মশালায় বিভিন্ন শ্রেনীপেশার লোকজন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠান শেলটেক কর্তৃক জরিপকৃত তথ্য উপস্থাপনের জন্যেই এই কর্মশালা। আশা করছি এই কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো সংযোজিত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটির বাস্তব চিত্র উঠে আসবে। একই সাথে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের জন্যে আরো নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। এই মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি আমাদের সামনে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপ সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, শেলটেক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনসহ স্থানীয় কর্মরত সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।