লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন বলেছেন, যারা দশ দিকের তথ্য সংগ্রহ করতে জানে তারাই সাংবাদিক। সকালের বাণী যে স্লোগান দিয়েছে, সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক, যে তিনটা ওয়াড ইউজ করেছে , এই তিনটি ওয়ার্ড কিন্তু মারাত্মক,সত্য এর ওপর আর কোন কিছু নেই। প্রকৃত তথ্য কালেক্ট করা ও মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে প্রকৃত সাংবাদিকের কাজ,আর এই কঠিন কাজ গুলো আপনারা তুলে ধরে তুলে ধরেন। মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে, অসহায়, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেন সফলতা আসবেই।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লাডলার সভাপতিত্বে, সাজু মিয়ার সঞ্চালনায়, বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত আঞ্চলিক কাগজ, দৈনিক সকালের বানী পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় কর্মকর্তা, শাহ নেওয়াজ,উপজেলা বিএনপির , যুগ্ন আহবায়ক,আজাদ বাবু, উপজেলা বিএনপির যুব দলের,আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, প্রেসক্লাব সহ-সভাপতি, হাসান আব্দুল মালেক, তুষভান্ডার পরিষদ চেয়ারম্যান (প্যানেল ১) হাবিবুল্লাহ বাহার।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, ডিবিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নুরুল ফেরদৌস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলামিন বাবু, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক কাওসার আলম, সোহাগ, সামসুল হুদা আনছারি ডালু, রাকিবুল ইসলাম পলাশ, ওমর ফারুক মুকুল, রাকিবুল ইসলাম পলাশ, গোলজার হোসেন, সহ স্থানীয় ব্যক্তিগন। পরে আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।