জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ২২ডিসেম্বর ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন কমিশন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২২ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।
ফলাফল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ভোট গ্রহণের দিনই সময় ভোট গননা শুরু হবে। এবং পরদিন অর্থাৎ ২৩ ডিসেম্বর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।