সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী গ্রেফতার বিষয়ে সেনা বাহিনীর ব্রিফিং
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:০১ PM
গাজীপুরের শ্রীপুরে গত বুধবার রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযানে গাজীপুর-৩ আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীসহ মোট সাতজনকে আটক করা হয়। এসময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি বেতার (ওয়াকিটকি) সেট, চারটি লাঠি (বেটন), দুটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে গ্রেফতারকৃতদের স্বজন ও সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে: কর্নেল লুৎফর রহমান। 

ব্রিফিং এ তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসি, ডাকাত সর্দার, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত