হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুন জানান উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে দুধ মিয়া তার ফুফাতো ভাইয়ের ছেলে সুন্দাদিল গ্রামের বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাত দশটার সময় খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে।
সকাল সাড়ে সময় বেনু মিয়া নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে, দেখতে পায় ভিতর থেকে দরজার সিট কিনি আটকানো ভেতর থেকে কোন সারা শব্দ নাই। পরে পুলিশকে খবর দিলে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফেরদৌস আলম ঘটনাস্থলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।