ঐতিহাসিক ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে উজিরপুরে আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে লক্ষাধিক জনতার ঢল নামে।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন— এদিন দেশপ্রেমিক সেনা ও জনতা মিলে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানস্থল ভরে যায় স্লোগান ও দেশপ্রেমের উচ্ছ্বাসে।