ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গ্রুপিং ছেড়ে সকল মতের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ধানের শীষ কারো ব্যক্তিগত প্রতীক নয়, এটি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তথা বিএনপির প্রতীক। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে একসাথে এগিয়ে যাই।
শুক্রবার বিকেলে সেনবাগ থানার মোড়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এসব কথা বলেন।
ফারুক বলেন, পি আর, গণ ভোটের নামে ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই, প্রশাসনেও এখনো ফ্যাসিস্টের প্রেতাত্মারা রয়ে গেছে। তাই আগামী ফেব্রুয়ারীতে অবশ্যই নির্বাচন হতে হবে এবং ধানের শীষকে বিজয়ী হতে হবে।
বিগত সরকারের প্রসঙ্গে ফারুক বলেন, কোথায় আজ কাউয়া কাদের, জোর গলায় বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, এখন কোথায় পালিয়ে গেলেন?
বিগত সংসদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদে দাড়িয়ে বলতেন খালেদা জিয়া ও বিএনপিকে প্যাকেট করে পাকিস্তান পাঠিয়ে দিবে। সেদিন সংসদে দাড়িয়ে চিৎকার করে বলেছিলাম সেদিন বেশি দূরে নয়, খালেদা জিয়াকে নয়, জনগণ শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দিবে, আল্লাহর কি রহমত আমার সেই কথাই বাস্তবে পরিনত হয়ে গেছে।
সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহর সঞ্চালনায় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেশারপাড় ইউপির চেয়ারম্যান আবদুল হক,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো:ইলিয়াস, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা বিএনপি নেতা আবুল বাহার, ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, নুর নবী বাচ্চু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুল ইসলাম রুবেল, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ আরও অনেকে।