ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি।
শুক্রবার বিকাল ৪টায় বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এতে উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলের প্রতীক এবং '৭ নভেম্বর অমর হোক', 'গণতন্ত্র পুনরুদ্ধার চাই' লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
র্যালিটি বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
মুনির হোসেন বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। তারা দিনটিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ৭ নভেম্বরের চেতনা আজ আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা যোগাচ্ছে।
সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচিটি সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও কর্মীদের ধন্যবাদ জানান।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০টায় সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার এবং ১১টায় জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের নেতা কর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করেন।