সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
ভক্তদের উচ্ছ্বাস
২০২৬ বিশ্বকাপ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী মেসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ AM
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ছিল, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা কয়েকবারই বলেছেন, শারীরিকভাবে ফিট থাকলে তাকে দেখা যেতে পারে আসন্ন আসরে। অর্থাৎ সিদ্ধান্ত পুরোপুরি নিশ্চিত না হলেও এই বিষয়ে এবার ইতিবাচক ইঙ্গিত মিলেছে মেসির পক্ষ থেকে।

সম্প্রতি আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। এ উপলক্ষে প্রকাশিত একটি প্রচারমূলক ভিডিওতে অংশ নেন কোচ লিওনেল স্কালোনি, অবসর নেওয়া আনহেল ডি মারিয়া, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং বর্তমান দলের তারকা রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজসহ আরও অনেকে। ভিডিওতে এএফএ লিখেছে- সবচেয়ে সুখের মুহূর্ত আসছে, আমি চার নম্বর চাই। কাতার বিশ্বকাপে তৃতীয়বার শিরোপা জয়ের পর এবার তাদের লক্ষ্য চতুর্থ বিশ্বকাপ।

ভিডিওর শেষ অংশে কার্ড খেলতে খেলতে তাপিয়া বলেন, আমি চার নম্বর চাই। সেই মুহূর্তেই সামনে এসে কার্ড হাতে নিয়ে মেসি বলেন, আমিও চাই। এই সংক্ষিপ্ত মুহূর্তটিই নতুন করে আলোচনায় এনেছে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মনে করছে, এর মধ্য দিয়ে বিশ্বকাপে নামার প্রস্তুতির ইঙ্গিতই দিয়েছেন মেসি।

সম্প্রতি ফ্লোরিডায় এক অনুষ্ঠানে মেসি বলেন, ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তার ভাষায়, একজন ফুটবলারের ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ই সবচেয়ে বড় অর্জন। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জয়ের পর আর্জেন্টিনার হয়ে কাতারে বিশ্ব শিরোপা তার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।

এদিকে চলতি মাসেই বছরের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিও আছেন। তবে তিনি খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। কারণ, বর্তমানে ইন্টার মায়ামি এমএলএসের প্লে-অফ লড়াইয়ে ব্যস্ত, সেদিকেই বেশি মনোযোগী মেসি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত