সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
খুলনা ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় বর্ণমালা একাডেমির জয়
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:১১ PM
খুলনা ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় বর্ণমালা একাডেমি ১৫৫ রানের বিশাল ব্যবধানে ইয়ং বয়েজ ক্লাবকে পরাজিত করেছে। 

প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৭ উইকেট খরচায় বর্ণমালা একাডেমি ২২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়ং বয়েজ ক্লাব ২০.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আবু রায়হান।  

খুলনা জেলা স্টেডিয়ামে বুধবার সকাল থেকে ১৬ দলীয় এ খেলাটি শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯ টায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ জুলফিকার আলী খান। সভাপতিত্ব করেন ২য় বিভাগ লীগ পরিচালনা কমিটি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান এস এম জাকির হোসেন। 

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামানসহ খুলনা জেলা ক্রীড়া সংস্থার এহডক কমিটির সদস্যবৃন্দ। 

আলোচনা শেষে প্রধান অতিথি সকল অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত