ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, মোট ৩৭ জন সন্দেহভাজন কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং এটি একটি পদ্ধতিগত অপরাধ হিসেবে সংঘটিত হচ্ছে।
প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’এ মার্চ মাসে ইসরায়েলি হামলার ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বার্তায় গোষ্ঠীটির হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল।