জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর শাখার উদ্যোগে দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার যশোর সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট এলাকায় এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করানো বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনকল্যাণে রাজনীতি করতেন। তার দেখানো পথে দল এগিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষ যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়েছে। তারা কেবল আজ নয় পরবর্তী ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেবেন।
তিনি আরো বলেন, জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে যশোরের মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে এবং সকল শ্রেণীর মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজ করা হবে।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প দুটি চলে বিকেল ৪টা পর্যন্ত। মেডিসিন, হৃদরোগ, চক্ষু, নাক কান গলা (ENT), গাইনি, নিউরো মেডিসিন এবং চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই ক্যাম্পে অংশ নেন। ক্যাম্পে আগত প্রায় দুই হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ বিএনপি ও ড্যাব-এর স্থানীয় নেতৃবৃন্দ।