সৈয়দপুর-চিলাহাটি রেলপথের নীলফামারীল ঢেলাপীর হাট সংলগ্ন কাদিখোল এলাকায় রেললাইনে কাটা পড়া মনিফা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকালে ৭টার দিকে ওই এলাকায় লাশ দেখতে পেয়ে লোকজন খবর দিলে রেলপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মৃতা নারী সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।
মৃতার মেয়ে মিতু আক্তার জানান, তার মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি কাউকে কিছু না বলে বাড়ির বাহিরে চলে যেতেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মা অগোচরে বাড়ির বাহিরে চলে যান।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।