সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
স্বামী বাইরে, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় গৃহবধূ, অতঃপর...
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:০৮ PM আপডেট: ০৯.১১.২০২৫ ৮:৫১ PM
নওগাঁর মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত খায়রুল ইসলাম ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তার সঙ্গে আটক হওয়া নারী ফরিদা বেগমের (৩০) স্বামী জামাল হোসেন চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানান, স্বামী বাইরে থাকার সুযোগে ফরিদা বেগমের সঙ্গে খায়রুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অনেকদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। শনিবার রাতে সন্দেহ হলে প্রতিবেশীরা ফরিদার শয়নকক্ষ ঘেরাও করে দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দুইজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত