সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কুড়িগ্রামে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:০৮ PM
কুড়িগ্রামে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের পদ সমুহের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম জেলা ইউনিট।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫ তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম। এ সসময় আরও বক্তব্য রাখেনপ্রভাষক মো: মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে  ৩২ তম থেকে ৩৭ তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায়  তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী ও অধিকার বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতি দেয়া হোক। এর সাথে যোগ তারা বলেন, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সন্মেলনে শিক্ষকগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত