সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
শুভর নতুন গানের মডেল হলেন লিমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:১০ AM
জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ নিয়মিত গান করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। রোমান্টিক কথামালার গান দুটির শিরোনাম ‘মাহি বে’ এবং ‘তোর হয়ে থাকতে চাই’।

গান দুটিতে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় গায়িকা সুমচান্দা এবং শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

গান দুটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন উপস্থাপিকা ও মডেল লিমা বিনতে মোস্তফা। ভিডিওর শুটিং হয়েছে ঢাকা ও কক্সবাজারে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন আজাদ। শিগগিরই গানগুলো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।

শুভ বলেন, লিমা বিনতে বেশ ভালো একজন উপস্থাপিকা এবং মডেল। গান দুটিতে তিনি বেশ ভালো করেছেন। গান দুটি দারুণ হয়েছে। দর্শকদের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

লিমা বিনতে মোস্তফা বলেন, উপস্থাপিকার পাশাপাশি মডেল হিসেবে এত সুন্দর দুটি গানে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুব খুশি। গানগুলো অনেক চমৎকার। আশা করছি, দর্শকদেরও ভীষণ ভালো লাগবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত