কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে একদিনের গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এই কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম, অভিযোগ গ্রহণ, সম্পত্তি প্রতিবেদন, জেষ্ঠ্যতা ইউনিয়ন ও উপজেলা পরিষদের দায়িত্ব, ডিএমআইই পদ্ধতি এবং গ্রাম্য আদালতের কর্মসাফল্যসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ আদালতের বাজিতপুর কর্ডিনেটর মো. আমিনুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।