কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠান, তবে কিছু জায়গায় ব্লকের কাজে সাদা বালির সঙ্গে লাল বালি মিশ্রণ করার ফলে কাজ হালকা হচ্ছে এবং মানহীন হচ্ছে।
প্রকল্পটি গত নির্বাচিত সরকারের শেষ পর্যায়ে শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান গড়িমসি করে কাজ শুরু করতে দেরি করেছে। সরেজমিনে দেখা গেছে, কোম্পানির ম্যানেজার এবং কর্মীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনুপস্থিতিতে ব্লকের কাজ সম্পন্ন করছেন, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রকল্পের বরাদ্দ সময়ের বিষয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। মূলত কাজের মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও, ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নিয়ে কাজ আগামী অর্থ বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, যদি ঠিকাদাররা নিয়মের বাইরে কাজ করে, তাদের বিল অনুমোদন দেওয়া হবে না।
স্থানীয়রা আশা করছেন, কাজের মান নিশ্চিত করতে এবং প্রকল্প সময়মতো সম্পন্ন করতে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ আরও তদারকি করবেন।