পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান পিয়ালকে থানা পুলিশ গ্রেফতার করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের কালিবাড়ি মেন্দা শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।
গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান,গ্রেফতার কৃত পিয়াল অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।