বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
লকডাউনের নামে পতিত ও নব্য স্বৈরাচাররা নির্বাচন বানচালের চেষ্টা করছে: গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:৩২ PM আপডেট: ১৩.১১.২০২৫ ৬:৪৩ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লকডাউনের নামে পতিত ও নব্য স্বৈরাচাররা মিলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। মান্ধাতার আমলের শিক্ষা ব্যবস্থায় থেকে কোনো সুফল মিলছে না। আধুনিক ও বিশ্বায়নভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করে এমন ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। বরং আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে—চাকরিই খুঁজবে তাদের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি নির্বাচনের জন্য লড়াই করছে। হাজারো নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জিয়া পরিবার। তবু বেগম জিয়া জনগণকে ছেড়ে পালিয়ে যাননি, ফ্যাসিস্টের সঙ্গে আপোষও করেননি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হয়ে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, উপজেলা অফিসার জাকির হোসেন মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় নেতাকর্মী । 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত