শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নছিমনের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৩৬ PM

পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়ায় ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় ভ্যান চালক নিহত। নিহত ভ্যান চালক আহম্মদ আলী শেখ (৬৫), পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া পশ্চিম পাড়ার মৃত কাদের শেখের ছেলে। 

পুলিশ জানায়, শনিবার সকাল সাতটায় পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া বাজারস্থ ফরিদের মোটর সাইকেল মেকানিকের দোকানের সামনে রাস্তার পাশে ভ্যান নিয়ে বসে থাকা অবস্থায়  দুবলিয়া দিক হতে সুজানগরগামী ইট বোঝায় ইঞ্জিন চালিত নছিমন গাড়ী ভ্যান কে ধাক্কা দিলে ভ্যানচালক আহম্মদ আলী শেখের বাম হাত সহ কোমরে উপর দিয়ে চাকা উঠে গেলে মারাত্মক আহত হলে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে আশার পথে মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত