রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) পিএইচডি বলেছেন, পোরশায় বিভিন্ন সড়কে ডাকাতি রোধে থানা পুলিশ সহ রাজশাহী রেঞ্জ কাজ করছে। এজন্য স্থানীয় জনগণের সহযোগীতা প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি। ৫ আগস্টের পরে বাংলাদেশের জনগণ পুলিশকে প্রতিপক্ষ ভেবেছেন। কিন্তু পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়। পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়েছে। এটা বিশ্বাস করা যাবেনা।
তিনি শনিবার স্থানীয় জণগনের আয়োজেনে নওগাঁর পোরশায় সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সাথে প্রশাসনের জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্যদান কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের জন্য একটি অস্থায়ী ক্যাম্প দেওয়া হবে। স্থায়ী পুলিশ ক্যাম্প দেওয়া আমাদের সম্ভব নয় কারণ আমাদের জনবল সংকট। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কে চিহ্নিত করে আটক করতে হবে। আগের দিনের চোরদের একটি ধর্ম ছিলো তারা চুরি করতেন কিন্তু ধর্ষণ করতেন না। ডাকাতি করলে আগুণ দিতেন না। এখন সব হয়। এদের আমাদের প্রতিহত করতে হবে। এরা প্রতিপক্ষে ডাকাত নয়। পেটের দায়ে তারা সব অপকর্মে জড়িত হয়ে পড়ছে। মাদক নিয়ন্ত্রণ করবে মাদকদ্রব্য অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূল করতে পাচ্ছেন না। এর প্রভাব পুলিশ বাহিনীর উপর পড়ছে। পুলিশ কাজ করবে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, আপনাদের সন্তানকে নৈতিক শিক্ষা দেন। আপনার সন্তান সন্ধ্যায় বাড়ি ফিরছে কি না সেদিকে লক্ষ্য করুন। সন্তান ভাল হলে পরিবার, সমাজ তথা দেশ ভাল হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাব উদ্দীন। নওগাঁ জেলার অতিরীক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জয়ব্রত পাল। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরীক্ত পুলিশ মাকসুদুর রহমান, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়বাদী (বিএনপি)র উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সহ স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন। পরে ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে ফ্রী হেলথ ক্যাম্প ও শতিবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদেন।