ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটর সাইকেল শোডাউন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
শনিবার সকালে ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন নেতাকর্মীরা।
শোডাউনটি পাচঁবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকা হয়ে রসুলপুর বুলবুলেরবাজার , শিবগঞ্জবাজার ও পাগলাবাজারসহ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিগুয়ারী ত্রিমোহনী মোড়ে শেষ হয়।
এসময় গফরগাঁও জামায়াতের উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, আগামী দিনে গফরগাঁও-পাগলাকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেত্রেুটারী মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা সভাপতি মাওলানা এমদাদুল হক , পাগলা থানা সেত্রেুটারী মাওলানা সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।