নীলফামারীর কিশোরগঞ্জে নগদ টাকাসহ আটক ৪ জুয়াড়িকে শনিবার সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার পুটিমারী ইউনিয়নের পুটিমারী সাদুরারপুল বাজারস্থ মধু টেলিকম দোকানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,পুটিমারী উত্তরপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসফিক উদ্দিন (৩৮), একই গ্রামের আনিছুর রহমানের ছেলে মিনারুল ইসলাম বাবু (৩২), তছির উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৪০), মোক্তার আলীর ছেলে জাহাঙ্গীর আলম(২৬)।
উল্লেখ্য, আটককালে জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকদের জুয়া আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।