শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
ঈশ্বরদী ইপিজেডে শ্বাসকষ্টে অসুস্থ অর্ধশতাধিক কর্মী
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:২৮ PM

ঈশ্বরদী ইপিজেডে চায়না চুল কোম্পানি হাইজিংটন এ অক্সিজেন সংকট হয়ে প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় অসুস্থদের নাম জানা যায়নি।

 

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের চায়না চুল কোম্পানি “হাইজিংটন” এর চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক কমে যায়। এতে করে অক্সিজেনের অভাবে প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ্য ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাকি ২০ জনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে হাইজিংটন কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য ঐ ফ্লোরে অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল । এজন্য প্রাথমিক ভাবে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তবে এদের মধ্যে কয়েকজনের অসুস্থ্যতা দেখে বাকিরাও আতঙ্কিত হয় এবং তারাও অসুস্থ হয়ে যায়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত