শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ PM

আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে জনবিছিন্ন কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলপূর্বক জননেতা আল. ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে আশাশুনি সদরের মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ ধারে বিএনপি নেতা আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপি নেতা আসিফুর রহমান তুহিন, খায়রুল আহসান, ইউপি চেয়ারম্যান জাঙ্গীর আলম, খোরশেদ আলম, শাহরিয়ারজ্জামান, আব্দুস সালাম বাচ্চু, আব্দুর রাকিব, জুলফিকার আলী জুলি, আব্দুল ওয়াহাব, খালিদুজ্জামান টিপু, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, হাবিবুল্লাহ হাবিল, রাফসান জানি রাসেল, আরাফাত হোসেন পলাশ, সবুজ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করে বলেন, অনতিবিলম্বে  জনবিচ্ছন্ন কাজী আলাউদ্দিন এর মনোনয়ন বাতিল করে সর্বোচ্চ জনপ্রিয় জননেতা আল. ডাঃ শহিদুল আলমের পক্ষে বিএনপির মনোনয়ন প্রদানের জোর দাবী জানান। বক্তাগন ডাঃ শহিদুল আলমের পক্ষে মনোনয়ন না পাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করে আগামীতে আমরণ অনশনের ঘোষনা করেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ব্রীজের মুখ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত