উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এর মধ্যে একটি নৌকায় থাকা ২৬ জন বাংলাদেশির মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অপর নৌকায় থাকা প্রায় ৭০ জন সুদানি ও মিসরীয় নাগরিক নিরাপদে আছেন।
রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে দুটি নৌকা উল্টে যায়। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। উদ্ধারের সময় চারজনের মরদেহ পাওয়া যায়। বাকিদের উদ্ধার করে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন এর মধ্যে ৬৭ জন সুদানি, ২ জন মিসরীয় এবং ৮ জন শিশু। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া বিভিন্ন মিলিশিয়ার দখলে অস্থিতিশীল হয়ে পড়ে। ইউরোপমুখী অবৈধ অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয় দেশটি। বর্তমানে ৮ লাখের বেশি অভিবাসী সেখানে অবস্থান করছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ায় অভিবাসীরা প্রায়ই নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হন। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও তাদের বিরুদ্ধে মিলিশিয়ার সঙ্গে চক্রান্তের অভিযোগ রয়েছে।