রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ড. ইসরাফিল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড ইসরাফিল শাহীন ২০২৫ সালের বহুল প্রতীক্ষিত ১৮তম 'এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স’ কনফারেন্সে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন। আগামী ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চীনের ঐতিহ্যবাহী সাংহাই থিয়েটার একাডেমি (এসটিএ) তে এই আন্তর্জাতিক উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অধ্যাপক শাহীন এই সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ আয়োজনে শুধু কি নোট স্পিকার হিসেবেই নন, বরং থিয়েটার বিষয়ক "মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম সেশন" পরিচালনা করবেন। তিনি তার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ গবেষণা বিশেষ করে "কারা থিয়েটার, কিশোর সংশোধনাগার ভিত্তিক থিয়েটার এবং মানসিক স্বাস্থ্য থেরাপিউটিক থিয়েটার" নিয়ে তার কাজ ও অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন।

শাংহাই থিয়েটার একাডেমি (এসটিএ) এর গৌরবময় ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫ টিরও বেশি দেশের থিয়েটার স্কুল থেকে পরিচালক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেবেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে-চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং বাংলাদেশ।  

আন্তর্জাতিক থিয়েটার শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্রকে সমৃদ্ধ করতে উৎসবে বহুবিধ কার্যক্রম রাখা হয়েছে বলে উৎসব সম্পর্কে ওয়াকিবহাল সূত্র জানায়। সেগুলো হলো:

থিয়েটার ডিরেক্টর কনফারেন্স: থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা।

বিশেষায়িত কর্মশালা ও মাস্টারক্লাস: অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট এবং স্টেজ টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ।

শিক্ষার্থী পরিবেশনা ও শোকেস:বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মঞ্চ পরিবেশনা প্রদর্শন।

একাডেমিক সেশন:ফোরাম, সিম্পোজিয়াম ও রাউন্ডটেবিল আলোচনার মাধ্যমে গবেষণা ও তত্ত্বের বিনিময়।

শিল্পবিষয়ক (ইন্ডাস্ট্রি) প্যানেল:আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্যনবীনতা (ইনোভেশন) বিষয়ক আলোচনা ও বিনিময় কর্মসূচি।     

উল্লেখ্য, শাংহাই থিয়েটার অ্যাকাডেমি (STA) হল ইউনেস্কো–আইটিআই–সংযুক্ত(এপিবি) নেটওয়ার্কের একটি প্রধান সদস্য ও নিয়মিত আয়োজক। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই নেটওয়ার্কটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। অধ্যাপক শাহীনের এই প্রতিনিধিত্ব বাংলাদেশের থিয়েটার গবেষণা ও কর্মধারাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক শাহীন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন নেতৃস্থানীয় নাট্যজন। দেশের মঞ্চনাটককে নতুন উচ্চতায় নিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নাট্য সংগঠনের দায়িত্ব কাধে নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত