কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসামে বিএনপির কার্যালয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু।
সমঝোতা বৈঠকে বরকত উল্ল্যাহ বুলু বলেন, দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই। এখানে ব্যক্তি পরিচয় নয়; আমরা সবাই ধানের শীষের লোক। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বরকত উল্ল্যাহ বুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ; কোনোভাবেই দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে একটি উঠান বৈঠকে যোগদানকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে সামিরা আজিম দোলাসহ উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
ওই ঘটনায় আসনটিতে প্রাথমিক মনোনয়ন পাওয়া মো. আবুল কালামের অনুসারীদের দায়ী করেন সামিরা আজিম দোলা। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে বিএনপি। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।
সূত্রটি আরো জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু সমঝোতা বৈঠক করেন।
তাঁর উপস্থিতিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মো. আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। তাঁরা এখন ঐক্যবন্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কুমিল্লা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা -৯ আসনে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা। এ সময় তাঁরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
সমঝোতা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রাথী মো. আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা -৯ আসনে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা দুজনকে ডাকেন। সেখানে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে মনোনয়নবঞ্চিত সামিরা আজিম দোলা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দুই নেতা ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও অঙ্গীকার করেন।