রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
আজমিরীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৫
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৩১ PM আপডেট: ১৬.১১.২০২৫ ৬:০১ PM

আজমিরীগঞ্জে শিয়ালের কামড়ে পাঁচ  জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার দুপুর সারে ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলার এক নস্বর সদর ইউনিয়নে বিরাট ভাটিপাড়া গ্রামের এঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, বিরাট ভাটিপাড়া কামারবাড়ি গ্রামের আমির হোসেন (২০), আয়েশা বেগম (৩০), তামান্না আক্তার (১০), টুনি (৭) ও অলবস (৪০)।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সবাই বাড়িতে ফিরে গেছেন।

স্থানিয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর সারে ১২ টার দিখে ভাটিপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীরবর্তী এলাকা থেকে একটি শিয়াল বের হয়ে অস্বাভাবিক আচরন করে প্রথমে দুইটি গরুকে কামড়ায় এরপর এক নাগাড়ে উল্লেখিত নারী, পুরুষ ও শিশুকে কামড়িয়ে আহত করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য জসিম মিয়া বলেন, শিয়ালের কামড়ে পাঁচ জন আহত হয়েছে। স্থানীয়রা ওই শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেছিলো কিন্তু ধরতে পারেনি। ইতিপূর্বেও ওই এলাকা দিয়ে যাথায়ত করতে গিয়ে শিয়ালের ধাওয়া খেয়েছে অনেকেই।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত