সাতক্ষীরায় জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলার আয়োজনে রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক এসএম আবু সাঈদ'র সভাপতিত্বে এবং জুলাই আহত যোদ্ধা মোঃ আবু হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তি'র মোঃ মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তি জেলা শাখার সদস্য সচিব মামুনুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জালাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশের একটি সুসংগঠিত রাজনৈতিক দল। জুলাই আগস্ট যুদ্ধে এই দলের ভূমিকা প্রশংসনীয়। আগামী নির্বাচনে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণা করেছে। যুব শক্তিকে সুসংগঠিত করতে সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অতি শীঘ্রই কমিটি গঠন করা হবে। তরুণদের সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে তারা জানান।
এ সময় জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।