সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
বিনামূল্যে সেচসহ ও সারের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:২২ AM

‘দেশের সুযোগ সবাই পাবে, কৃষক কেন ফাঁকি যাবে, সেচ ফ্রি করতে হবে, সারের মূল্য কমাতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা আটঘরিয়া উপজেলায় পালিত হয়েছে ১৮তম কৃষক দিবস। 

বাংলাদেশ কৃষক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকালে আটঘরিয়া সদর পৌর পশুহাট চত্বর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান নান্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক ফাউন্ডেশনের সাবেক সভাপতি আফজাল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ আলী, কৃষক নেতা মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন বলেন, দেশের মূল্য চালিকাশক্তি কৃষক। আর কৃষক যেসকল কৃষি উপকরণ ফসল ফলাতে ব্যবহার করে সকল কিছুর মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই কারনে চরম সংকটে পড়েছেন তারা। খরচের সাথে পন্যের বিক্রয়মূল্য ঠিক থাকছেনা। উৎপাদনের প্রতিটি ধাপে ব্যয় বাড়ছে। অথচ কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে না। সরকার সার ও সেচের দাম বাড়িয়ে কৃষকের সঙ্গে তামাশা করছে।

তাই দেশের কৃষকদের বাঁচাতে বিনামূল্যে সেচ ব্যবস্থাসহ, সার, বীজ কৃটনাষকের মূল্য কমানো দাবি করেন তারা। 

সরকারের কৃষিতে আরো বেশি পরিমান ভর্তুকি বাড়ানো এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি জানান তারা। 

সমাবেশ শেষে সভাস্থল থেকে সমবেত কৃষকেরা  বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রর্দক্ষিণ করেন সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ৫ টি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত