আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ড. মিজানুর রহমান।
নাচোল উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে সোমবার রাত ৮টায় নাচোল মধ্য বাজারে পৌর ৭নং ওয়ার্ড আমীর মাওলানা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে পৌর এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মিজানুর রহমান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আমীর ডা: রফিকুল ইসলাম। অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ৭নং ওয়ার্ড সেক্রেটারি নুরুল হোদা।
সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, ভোট জনগণের আমানত। এবারের নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। আপনারা আপনাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে জনগণের প্রকৃত সেবকদের নির্বাচিত করুন।
তিনি তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. মিজানুর রহমান জামায়াতে ইসলামীর আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন এবং জনগণের কল্যাণে দলটির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
পথসভা অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ড. মিজানুর রহমানকে নির্বাচিত করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানের সুযোগ দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভা শেষে ডা. মিজানুর রহমান উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।