মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
হাবিপ্রবিতে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৫২ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর হর্টিকালচার সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার সকালে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির হর্টিকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. শরীফ মাহমুদ, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাসানুর রহমান, সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. এজামুল হক এবং উদ্যানতত্ত্ববিদ মোছা. মাসকুরা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক কৌশল, উৎপাদন বৃদ্ধির উপায়, রোগবালাই ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা হিসেবে মাশরুম খাতে সম্ভাবনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী কৃষি জ্ঞান অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে কৃষি উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত