নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নিয়ে সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কালিয়া উপজেলা ঈদগাহ মাঠে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সভায় বেগম সেলিমা রহমান বলেন, নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে নারী নিরাপত্তা, সুরক্ষা এবং শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি পোশাক শিল্পে নারীদের নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করেছিলেন। বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব দেবে।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইল-১ আসনে প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও জানাই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি স ম রেজা রাব্বি কামাল, সাবেক পৌর সদস্য সচিব শেখ মনিরুজ্জামান, সহসভাপতি শেখ মনিরুল ইসলাম, সহসভাপতি মোল্লা জুয়েল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আর্মস্ট্রং, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, ও সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি হেমায়েত হোসেন হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা বেগম, সাধারন সম্পাদক রাশিদা খানম, পৌর মহিলা দলের সভাপতি জোৎস্না বেগম, সাধারণ সম্পাদক মনিরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লাকি বেগমসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।