বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ১৯ নভেম্বর ২০২৫
শিবগঞ্জে পুকুরের পানিতে মিলল ভারতীয় মদন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ AM

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির টহল দল সীমান্ত হতে আনুমানিক দেড় কিলোমিটার দূরে ক্যাম্পপাড়া গ্রামের একটি পুকুরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ২টি বস্তার মধ্যে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।



আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ   চাপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত