এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির টহল দল সীমান্ত হতে আনুমানিক দেড় কিলোমিটার দূরে ক্যাম্পপাড়া গ্রামের একটি পুকুরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ২টি বস্তার মধ্যে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।