বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ১৯ নভেম্বর ২০২৫
যশোরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চোর বিদ্যুৎস্পৃষ্ট
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মিজান হোসেন (২৪) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মিজান যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বিপ্লব ড্রাইভারের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে চাঁচড়া মধ্যপাড়ায় একটি বৈদ্যুতিক পিলারের পাশে অবস্থিত তিনতলা ভবনের ছাদে উঠে বৈদ্যুতিক তার চুরি করছিল মিজান। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিজানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক।

এবিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট   যশোর   বৈদ্যুতিক তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত