শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
গবেষণায় উৎকর্ষতার জন্য সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা অপরিহার্য: ডুয়েট উপাচার্য
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৭ PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘গবেষণায় উৎকর্ষতার জন্য নৈতিকতা ও সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা অপরিহার্য। গবেষণাকে এগিয়ে নিতে স্বচ্ছতা, কোলাবোরেশন এবং যথাযথ পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। গবেষণা ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিকল্পনা নিশ্চিত করতে পারলে টেকসই উন্নয়নে যথাযথ অগ্রগতি অর্জন সহজতর হবে।’  

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত “রিসার্চ, কোলাবোরেশন, পাবলিকেশন এথিক্স অ্যান্ড রিসার্চ বাজেট ম্যানেজমেন্ট” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ‘আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় নৈতিকতা, প্রকাশনা নীতি, যথাযথ বাজেট পরিকল্পনা ও ব্যবস্থাপনার ওপর দক্ষ হতে হবে। গবেষণা-বান্ধব নীতিমালা, স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনা এবং দেশীয় ও আন্তর্জাতিক কোলাবোরেশন বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। আগামী দিনের গবেষণায় নেতৃত্ব গড়ে তুলতে বাজেট ব্যবস্থাপনা, কোলাবোরেশন এবং গবেষণা পরিকল্পনা সম্পর্কিত কাজের দক্ষতা অত্যন্ত প্রয়োজন। আমাদেরকে সেদিকেও নজর দিতে হবে।’ 

এ সময় তিনি ডুয়েট-এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (এম-ডুয়েট) প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই ধরনের সেমিনার আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য ও র‌্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। 

তিনি তার প্রবন্ধে গবেষণা নৈতিকতা, মানসম্মত প্রকাশনার নীতি, গবেষণা অনিয়ম প্রতিরোধ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের আধুনিক কৌশল এবং গবেষণা বাজেট ব্যবস্থাপনার কার্যকর ধাপসমূহ তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত