শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
পবিপ্রবিতে উপহারের অ্যাম্বুল্যান্স এখন ঝুঁকির প্রতীক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১১ PM

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সের অব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ অবস্থায় ক্যাম্পাস থেকে হাসপাতালে যাওয়া এবং ফেরার সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎শিক্ষার্থীদের মতে, অ্যাম্বুল্যান্সটির সামনের হেডলাইট নষ্ট থাকায় অন্ধকার রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে ওঠে। জরুরি সাইরেন থাকলেও সাধারণ হর্ন কাজ করে না। রোগীর সঙ্গে থাকা সহযোগীদের বসার সিটও ভাঙা থাকায় অ্যাম্বুল্যান্সে যাত্রা আরও কঠিন হয়ে পড়ে।
অ্যাম্বুল্যান্স চালকের সাথে কথা হলে তিনি জানান, অ্যাম্বুল্যান্সটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় ইঞ্জিনে সমস্যা রয়েছে, এছাড়া হেডলাইট, সিগন্যাল লাইট এবং ভিতরের কিছু জিনিস এখনো মেরামত করা বাকি আছে। 
‎জানা যায়, অ্যাম্বুল্যান্সটি ২০০৩ সালে বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপহার হিসেবে প্রদান করেন। কয়েক বছর সেবা দেয়ার পর আনুমানিক ১০-১৫ বছর ক্যাম্পাসে অচল অবস্থায় ছিল। ২০২৪ সালে এটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই এতে নানা ত্রুটি দেখা দিয়েছে, যা রক্ষণাবেক্ষণের ঘাটতি বা যানটির অতিরিক্ত জীর্ণতার ইঙ্গিত দেয়।
‎জরুরি পরিবহন হিসেবে অ্যাম্বুল্যান্স সবসময় নির্ভরযোগ্য থাকার কথা। এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা না হলে যেকোনো সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত