রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
জিনজিরায় আ.লীগ অফিস এখন মাদকসেবীদের আখড়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:২০ AM

দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় চারতলা আ.লীগ পার্টি অফিসটি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এখন পুরোপুরি পরিত্যক্ত। আর সেই সুযোগেই ভবনটি দখল করেছে কিশোর গ্যাং ও মাদকসেবীরা। প্রতিটি তলায় বসে নিয়মিত আড্ডা, চলে মাদক সেবন, যার বেশিরভাগই ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোর। এতে আতঙ্কে দিন কাটছে আশপাশের বাসিন্দাদের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভবনের কোথাও নেই দরজা-জানালা কিংবা কোনো আসবাব। ভাঙা টাইলস ও পোড়া ছাইয়ের দাগ এখনও রয়ে গেছে। প্রতিটি তলায় ছড়িয়ে-ছিটিয়ে বসে আছে কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক মাদকসেবী। কেউ সিগারেট ফুঁকছে, কেউ নেশা করছে চারদিকে ছড়িয়ে পোড়া গন্ধ।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের ভবনটি এখন শুধু মাদকসেবীদের আড্ডাখানা নয়; রাতের বেলা এখানে চলে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডও। নারীদের আনা-নেওয়া হয় নিয়মিত। ভবনের পাশের সড়ক ধরে চলাচলকারীরাও আতঙ্কে থাকেন।

আনাস উদ্দিন নামে পাশের এক বাড়ির মালিক বলেন, ৭-৮ মাস ধরে এখানে নেশা, অপরাধ সব চলছে। যারা আসে তাদের বয়স ১৬ বছরের বেশি নয়। সন্ধ্যার পর থেকে সারারাত ভেতরে নেশা করে।

আরেকজন বাড়ির ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, আপনি কিছুক্ষণ দাঁড়ালেই বোঝবেন ভেতরে কী চলছে। আমরা কাউকে কিছু ভয়ে বলি না। জায়গাটা পুরো কিশোর উচ্ছৃঙ্খলদের দখলে।

প্রতিদিন অফিসের পাশের সড়ক ধরে হাঁটেন স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন। তিনি বলেন, রাতে বাসায় ফেরার সময় দেখি কিশোরদের দল ঢুকছে-বের হচ্ছে। অনেক সময় নারীও থাকে তাদের সঙ্গে।

অভিযোগের বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে। পুলিশ টহল দিচ্ছে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় বাসিন্দা হাজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অফিস ভাঙচুরের পর এলাকায় চুরি বেড়েছিল। প্রথমে আমরা নিজেরা নজরদারি করেছি। পরে নেশাগ্রস্তদের আড্ডায় পরিণত হয় ভবনটি। এখন সব বয়সের লোকই আসে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।


আরও সংবাদ   বিষয়:  জিনজিরা   আ.লীগ অফিস   কেরানীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত