শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
তারেক রহমানের জন্মদিনে জাসাস নেতার কলম বিতরণ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৩২ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিমিটর সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ভুমদক্ষিন উচ্চবিদ্যালয় এ্যান্ড কলেজের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই কলম বিতরণ করেন তিনি। সেই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে চকলেট প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারবর্গের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সিরাজুল ইসলাম খান। 

দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে কলম তুলেদেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিমিটর সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুবকর সিদ্দিক।

এসময় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ শাহীন ও আলী আজমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত