পাবনার ভাঙ্গুড়ায় সংসারের দায়িত্ব সামলাতে না পেরে চিরকুট লিখে নিখোঁজ হওয়ার ১৮ঘন্টা পর জিয়াউর রহমান জিয়া (৪৮) নামের এক টেইলারিং মাস্টার (দর্জির) লাশ পার্শ্ববর্তী আটঘড়িয়া উপজেলার রেললাইনের ওপর থেকে পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে পরিবারের কাছে খবর আসে- ঈশ্বরদী-ঢাকা রেলপথের পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার ৯নাম্বার রোকনপুর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা তার লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। খবর পেয়েই স্বজনরা সেখানে ছুটে গিয়ে নিখোঁজ হওয়া জিয়ার লাশ শনাক্ত করেন।
নিহত জিয়ার ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বুধবার বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেখি দোকানে আমার আব্বা নেই। এ সময় টেবিলের উপর দোকানের জামা-কাপড়ের অর্ডার খাতার উপর আব্বার লেখা ওই চিরকুটটি দেখতে পাই। ঘটনার পরে অনেক খোজাখুজি করেও আব্বাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মোবাইলে খবর আসে বুধবার সন্ধ্যায় তিনি উল্লেখিত স্থানে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দর্জি মাস্টার জিয়া নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে তিনি একটি চিরকুটে লেখেন- দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম- কেউ দায়ী নয়।
এরপর থেকে পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, নিহত লোকটি বুধবার সন্ধ্যারাতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।