শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:০১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রাত ৩ টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

ডাকসু নেত্রী রাফিয়ার ভাই জুলকারনাইন রাদ জানান, ঘটনা শুরুতেই টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে তারা আতঙ্কে আছেন। ঘটনার সময় পরিবারের ৪-৫ জন বাসায় ছিলেন। 
ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাফিয়ার বাড়ির ফটক

ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাফিয়ার বাড়ির ফটক

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে বাসার গেটে আগুন দেওয়ার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল। পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়েছে বলে ধারণা করছি। হয়তো আমরা যাওয়ার আগে আগুন আরও বেশি জ্বলে থাকতে পারে। তবে আমরা তা দেখতে পাইনি।

তিনি আরও বলেন, ওই বাড়িতে রাফিয়ার মা ও ভাই বসবাস করেন। এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

অপরদিকে কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় ইতোমধ্যেই মামলা হয়েছে।


আরও সংবাদ   বিষয়:  ডাকসু নেত্রী   রাফিয়া   আগুন   ককটেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত