জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়ন কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালী পাড়া গ্রামের বাবলু মালীর পুত্র বিষ্ণু মালী (২৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বিষ্ণু মালীর পিতা বাবলু মালী প্রতিদিনের মতো মাঠে কাজ করতে চলে যান। পরে তার মা তুলশী মালী তার বাবাকে সকালের খাবার দিতে যায়। এমন সময় বাড়িতে কেউ না থাকায় বিষ্ণু তার নিজ শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা বাড়িতে এসে দেখে তার লাশটি নিজ শয়ন কক্ষের মাটিতে পড়ে আছে।
এসআই রাকিব বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষ্ণু মালীর লাশ বাড়ির আঙিনায় রাখা হয়েছে। তার মা তুলশী মালী জানান, বিষ্ণুর লাশ দড়ি ছিড়ে নিজ ঘরে পরে রয়েছিল। তিনি মানসিক রোগী।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।