শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
রামগতিতে তিনদিনের অভিযানে ৮টি অবৈধ ইটভাটা উচ্ছেদ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৪২ PM

লক্ষ্মীপুরের রামগতিতে উচ্ছেদ অভিযান চালিয়ে গত তিন দিনে মোট ৮টি অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করা ও ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর ও রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, এবং লক্ষ্মীপুরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান। এসময় সেনাবাহিনীর একটি দলসহ তাদের সহায়তা করেন র‍্যাব -১১ একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, বন বিভাগ।

অভিযানকালে তারা এক্সবেলটর (ভেকু মেশিনের) সাহায্যে চিমনি ইটভাটা কাঁচা পাকা ইট স'মিল ঘর ৮টি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করণ এবং তা বাজেয়াপ্ত করাসহ অন্যান্য স্থাপনা গুড়িয়ে ধ্বংস করা হয়। 

গুড়িয়ে ধ্বংস করা ইটভাটা গুলো হচ্ছে- চর আফজল গ্রামের মেসার্স আদর্শ ব্রিকস তাদের চিমনি ইটভাটা ও ৩ লাখ কাঁচা ইট ধবংস করা হয়। 

এসকে ব্রিকসের ৫০ হাজার কাঁচা ইট, ফাইভ স্টার ব্রিকস চিমনি ইটভাটা সহ ১৫ লক্ষ কাচা ইট, ভাই ভাই ব্রিকসের ২ লাখ কাঁচা ইট, মুস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৫ লাখ টাকা জরিমানা, এবং ৫ লাখ কাঁচা ইট, মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট, মেসার্স সিরাজ ব্রিকসের ৩ লাখ ৫০ হাজার কাঁচা ইট এবং চর মেহার গ্রামের বিসমিল্লাহ ব্রিকসকে দ্বিতীয়বার ২ লাখ কাঁচা ইট গুড়িয়ে ধ্বংস করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন জানান, উপজেলার ৪৯ টি  অবৈধের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের উচ্ছেদ আদেশের ভিত্তিতে গত ৫ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গত ১৮, ১৯ ও ২০ নভেম্বরে মোট ৮টি ইটভাটা গুড়িয়ে ধ্বংস করা হয়। ওই সময় ৩৬ লাখ কাঁচা ইট ধ্বংসসহ মোস্তাফিজ সুমন মাহবুব ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত