শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ-দখলবাজ নির্মূল করতে হবে: সাদিক কায়েম
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৫০ PM

জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তনের বার্তা নিয়ে ডাকসু ভিপি, রাকসু জিএসসহ মেধাবী ছাত্ররা ডুমুরিয়ায় এসেছে। সন্ত্রাস, দুর্নীতি, চাদাঁবাজ ও দখলবাজমুক্ত সৃষ্টিকর্তার বিধানে পরিচালিত দেশ পরিচালনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দিয়েছে মেধাবী ছাত্ররা। 

টাকা দিয়ে হাসঁ, মুরগি, গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না উল্লেখ করে তিনি বলেন, বিল ডাকাতিয়াসহ জলাবদ্ধ এলাকার দুর্দশা লাঘবে একদিনও যাদের পাওয়া যায়নি আজ তারা টাকা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। টাকা ও বিরিয়ানির বিনিময়ে ভোট বিক্রির মাধ্যমে বিবেক বিক্রি না করার অনুরোধ করেন তিনি। 

জলাবদ্ধতা দূরীকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্য বর্তমান সরকারকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হিন্দুদের একটি রাজনৈতিক দল হুমকি-ধামকি দিচ্ছে উল্লেখ করে বলেন, হিন্দু ভাই ও বোনেরা আপনারা শক্ত হয়ে দাড়ান এবারের নির্বাচনে কোন প্রকার ভোট জালিয়াতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। 

বিচারক, এসপি, ডিসি, সচিবরা অনিয়ম করায় জেলে যাচ্ছেন উল্লেখ করে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নিরপেক্ষভাবে ভূমিকা পালন না করলে তাদের মত পরিনতি হবে। 

তিনি শুক্রবার ডুমুরিয়ার আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ডাকসু ভিপি সাদিক কায়েম। 

গেল ১৬ বছরে সবচেয়ে নির্যাতনের শিকার খুলনা-সাতক্ষীরার মানুষ উল্লেখ করে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে চাদাঁবাজ, দখলবাজ নির্মূল করতে হবে। 

চব্বিশের যোদ্ধারা সত্যকে সত্য বলা শিখিয়ে গেছে দাবি করে বলেন, একটি রাজনৈতিক দল লুটপাট করছে, নারীদের সাইবার বুলিং করছে। এসব প্রতিরোধে দাড়িপাল্লায় ভোট দিয়ে শহীদদের আকাংখা পূরণে নতুন বাংলঅদেশ গড়ার আহবান জানান তিনি। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইন, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মইনুল ইসলাম, মিয়া আব্দুল কুদ্দুস, এড. আবু ইউসুফ মোল্লা, কৃষ্ণ নন্দী, আবু ইউসুফ ফকির, ডাঃ হরিদাস মন্ডল, বি এম আলমগীর হুসাইন, মাওলানা সাইফুল্লাহ হুসাইন, মোঃ আমানুল্লাহ, মাওঃ মফিজুর রহমান, মোঃ আবু তাহের, ছামিদুল হাসান লিমন, শেখ বেলাল উদ্দীন, মাওঃ মোন্তফা কামাল, মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, মাওঃ আব্দুল মান্নান প্রমুখ। 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত